পুন কি এমন দশা মোর।
পিয়া কি করব নিজ কোর।।
আর কি ডাকব বনমালি।
পুন হব রস-রাস কেলি।।
দেবে কহে গণক গণিঞা।
সপনে দেখিনু আজু পিয়া।।
তবে সে করম-ফল মানি।
এ কথা অন্যথা না হয় জানি।।
দেখি চণ্ডীদাস কয়।
নিকটে মিলব রসময়।।