পুন আর বার আসি তরাতর
বাশুলী জগতমাতা।
ধরিয়া রামিণী কহিছেন বাণী
শুনহ আমার কথা।।
যাহা কহি বাণী শুনহ রামিণী
এ কথা ভুবন-পার।
পরকীয়া রতি করহ আরতি
সেই সে ভজন-সার।।
চণ্ডীদাস নামে আছে একজন
তাহারে আরোপ কর।
অবশ্য করিলে নিত্যধামে যাবে
আমার বচন ধর।।
নেত্রে বেদ দিয়া সদাই ভজিবা
আনন্দে থাকিবা তবে।
সমুদ্র ছাড়িয়া নরকে যাইবা
ভজন নাহিক হবে।।
আর তিন দিয়া বেদে মিশাইয়া
সতত তাহাই যজ।
নিত্য একমনে ভাব রাত্রি দিনে
মম পদ সদা ভজ।।
ব্যভিচারী হৈলে প্রাপ্তি নাহি মিলে
নরকে যাইবে তবে।
রতি স্থির মনে ভাব রাত্রি দিনে
সহজ পাইবে তবে।।
আর এক বাণী শুনহ রামিণী
এ কথা রাখিও মনে।
বাশুলী আদেশে কহে চণ্ডীদাসে
এ কথা পাছে কেহ শুনে।।