পুনঃ পুনঃ কহিরে ।
শুন বাপু হলধরে।।
কেবল আঁখির আঁখি।
তারার পুতলি সাখী।।
তুমি তে প্রবীণ বট।
আমার যাদুয়া ছোট।।
আপনার ক্ষুধার বেলে।
যাইতে দিও ত ভালে।।
সম্মুখে রাখিও কানু।
তুমি চরাইবে ধেনু।।
কানুর ধরাতে বাঁধি।
ক্ষীর ছেনা ননী চাঁছি।।
যাদুরে করিয়া কোলে।
আপনি খাইবে বলে।।
দুখিনী অভাগী আমি।
কেবল ভরসা তুমি।।
তিলে না দেখিলে মরি।
এই নিবেদন করি।।
এ কথা যশোদা বলে।
চণ্ডীদাস কহে ভালে।।