পুতনা মরিল সুনি কংসাসুর
চিন্তিত হইঞা আছে।
তার পরে সুনে সকট-ভঞ্জন
আসি দূত কহে কাছে।।
“কি হল্য কি হল্য” বলে কংসরায়–
“দেখি পরমাদ এহ।
বিস্বম্ভর হয়্যা মানুষের গর্ভে
জনম লভিল দেহ।।”
দেবতার বানি না হএ অন্যথা
সে সব ফলিতে চাহে।
পাত্রমিত্রগণ ডাক দিয়া আনি
সব বেবরণ কহে।
চানুর মুষ্টিক আর যত বীর
এ বন্ধু-বান্ধব জত।
সভে এক ঠাম বসিয়া সম্ভ্রমে
কহিতে লাগল কত।।
কহে কংস তবে সব বেবরণ
এ বন্ধুবান্ধব -পাসে ।
“বিপাক পড়িল এতদিন পরে
গোকুল-মথুরাদেশে।।
বিসস্তন দিয়া আপন ভগিনি
গেলা সে বধিতে শিশু।
স্তনপানে মারে পুতনা ভগিনি
কহনে না জায় কিছু।।
তবে গেলা পাছে সকট অসুর
তাহারে ভাঙ্গিলা পাএ।
সকট অসুরে নন্দের কুমারে
মারিল পদের ঘাএ।।
সেহ সে মরিল গেলা জমপুর”–
কহিতে লাগল কংস।
“এই * পাত সুনহ তোমরা
মারিল নন্দের বংস।।”
তবে পাত্রমিত্র জুগতি উপেখি
কহিতে লাগল তায়।
রচিল * এ কি করিব তাএ
দিন চণ্ডিদাস গায়।।