পুছে পুন পুন কহত সঘন
সে বর-নাগরী-গুণ।
পুলক হৃদয় দুখ দূরে গেল
কহে রসময় পুন।।
কেমন গোপের রমণী যতেক
কেমন বালক সখা।
কেমন আছেন সে নন্দ যশোদা
পুন সে নাহিক দেখা।।
কেমন নগর চাতর বাজার
কেমন আছয়ে রীতি।
সে হেন যমুনা- পুলিন কানন
পুরবাসিগণ যতি।।
কহ সেই বলি বচন উত্তর
শুনিতে পিয়ার বাণী।
কি তার কহিব সুধাইয়া দেখ
চণ্ডীদাস ভালে জানি।।