পীরিতি-মূরতি কভু না হেরিব
এ দুটি নয়ান-কোণে ।
পীরিত বলিয়া নাম শুনাইতে
মুদিয়া রহিব কাণে।।
সখি, আর কি বলিব তোরে।
পীরিতি বলিয়া এ তিন আঁখর
এত দুখ দিল মোরে।।
পীরিতি-আরতি কভু না করিব
শয়নে স্বপনে মনে।
পীরিতি-নগরে বসতি ত্যজিয়া
রহিব গহন বনে।।
পীরিতি -পবন পরশ লাগিয়া
তেজিব নিকুঞ্জবাস।
পীরিতি-বেয়াধি ছাড়িলে না ছাড়ে
ভালে জানে চণ্ডীদাস।।