পীরিতি লাগিয়া দিনু পরাণ নিছনি।
কানু বিনে দোসর দু কাণে নাহি শুনি।।
রূপ নিরখিয়া আরতি নাহি ছুটে।
বোল কি বলিতে পারি যত উঠে চিতে।।
মনোদুখে হৃদয়ে সদাই সোঙরিয়ে।
কানুপরসঙ্গ বিনু তিলেক না জীয়ে।।
যাহার লাগিয়া আমি কাঁদি দিবারাতি।
নিছিয়া লয়েছি তারে কুল শীল জাতি।।
আর যত অভিমান দিনু বঁধুর পায়।
বড়ু চণ্ডীদাস কহে যেবা যারে ভায়।।