পীরিতি রসের সাগর দেখিয়া
নাহিতে নামিলাম তায়।
নাহিয়া উঠিয়া ফিরিয়া চাহিতে
লাগিল দুখের বায়।।
কেবা নিরমিল প্রেম-সরোবর
সুধাময় তার জল।
দুখের মকর ফিরে নিরন্তর
প্রাণ করে টলমল।।
গুরুজন-জ্বালা জলের সেহলা
পড়সী জিউল মাছে।
কুল পানীফল কাঁটাতে সকল
সলিল ঢাকিয়া আছে।।
কলঙ্ক পানায় সদা লাগে গায়
ছানিয়া খাইল যদি।
অন্তর বাহিরে কুটু কুটু করে
সুখে দুখ দিল বিধি।।
কহে চণ্ডীদাস শুন বিনোদিনি
সুখ দুখ দুটি ভাই।
সুখের লাগিয়া যে করে পীরিতি
দুখ তার ঠাঁই ঠাঁই।।