পীরিতি বিষম জ্বালা পীরিতি বিষম জ্বালা। যে মজেছে সেই জানে যত এর লীলাখেলা।।
যে মজে যাহারই ভাবে অবশ্য সে তাহারে পাবে, স্বর্গ নরক দুই ভবে, চিনে লও এই বেলা।।
যে ডুবেছে প্রেমসাগরে, সে সকল বলিতে পারে। বিচ্ছেদ আর মিলনেতে কত সুখ কত জ্বালা।।
প্রেম কি গাছের ফল, পাড়িবে করিয়া বল, দেহ প্রাণ করিলে নাশ মিলে সে চিকণকালা।।
কালীপ্রসন্ন এই বলে, স্বর্গ মর্ত্য ভূমণ্ডলে; চলিতেছে কালে কালে সকলি তার লীলাখেলা ।।