পীরিতি বলিয়া এ তিন আঁখর
সিরজিল কোন্‌ ধাতা।
অবধি জানিতে শুধাই কাহাকে
ঘুচাই মনের ব্যথা।।
পীরিতি রতন পীরিতি যতন
যার চিতে উপজিল।
সে ধনী কতেক জনম জনমে
কি ভাগ্য করিয়াছিল।।
সই,পীরিতি না জানে যারা।
এ তিন ভুবনে মানুষ জনমে
কি সুখে আছয়ে তারা।।
যে জন যা বিনে না রহে পরাণে
সে যে হল কুলনাশী।
তবে কেন তারে কলঙ্কিনী বলে
অবোধ গোকুলবাসী।।
গোকুল নগরে কেবা কি না করে
অবোধ মূঢ় যে লোকে।
চণ্ডীদাসের মন মরুক সে জন
পরচরচায় থাকে।।