পীরিতি বলিয়া এ তিন আঁখর
এ তিন ভুবনে সার।
এই মোর মনে হয় রাতি দিনে
ইহা বই নাহি আর।।
বিহি এক চিতে ভাবিতে ভাবিতে
নিরমাণ কৈল পী।
সুধার সায়র মথন করিতে
তাহে উপজিল রি।।
পুন যে মথিয়া অমিয়া হইল
তাহে ভিয়াইল তি।
সকল সুখের এ তিন আঁখর
উপমা দিব যে কি।।
যাহার মরমে পশিল যতনে
এ তিন আঁখর সার।
ধরম করম সরম ভরম
কিবা জাতি কুল তার।।
এ হেন পীরিতি না জানি কি রীতি
পরিণামে কিবা হয়।
পীরিতি-বন্ধন না যায় খণ্ডন
দ্বিজ চণ্ডীদাসে কয়।।