পীরিতি বলিয়া এ তিন আঁখর
সিরজিল কোন্ ধাতা।
অবধি জানিতে শুধাব কাহাকে
ঘুচাব মনের ব্যথা।।
পীরিতি-মূরতি পীরিতি-রতন
যার চিতে উপজিল ।
সে ধনী কতেক জনমে জনমে
কি ভাগ্য করিয়াছিল।।
সই, পীরিতি না জানে যারা।
এ তিন ভুবনে মানুষ জনমে
কি সুখে আছয়ে তারা।।ধ্রু।।
যে জনা যা বিনে না জীয়ে পরাণে
সেই তার কুল বাসি ।
তবে কেনে তারে কলঙ্কিনী বলে
অবোধ গোকুলবাসী।।
গোকুল-নগরে কেবা কিনা করে
অবোধ সে মূঢ় লোকে।
চণ্ডীদাস ভণে মরুক সে জনে
পরচরচায় থাকে।।