পীরিতি পীরিতি পীরিতি মূরতি
হৃদয়ে লাগয়ে সে।
পরাণ ছাড়িলে পীরিতি না ছাড়ে
পীরিতি গঢ়ল কে।।
পীরিতি বলিয়া এ তিন আঁখর
না জানি আছিল কোথা।
পীরিতি-কণ্টক হৃদয়ে ফুটিল
পরাণ-পুতলি যথা।
পীরিতি পীরিতি পীরিতি আনল
দ্বিগুণ জ্বলিয়া গেল ।
পীরিতি আনল নিভাইলে নহে
হৃদয়ে রহিল শেল।।
চণ্ডীদাস বাণী শুন বিনোদিনি
পীরিতের না কও কথা।
পীরিতি লাগিয়া পরাণ ছাড়িলে
পীরিতি মিলয়ে তথা।।