পীরিতি পীরিতি সব জন কহে
পীরিতি সহজ কথা।
বিরিখের ফল নহে ত পীরিতি
নাহি মিলে যথা তথা।।
পীরিতি অন্তরে পীরিতি মন্তরে
পীরিতি সাধিল যে।।
পীরিতি-রতন লভিল যে জন
বড় ভাগ্যবান্ সে।।
পীরিতি লাগিয়া আপনা ভুলিয়া
পরেতে মিশিতে পারে।
পরকে আপন করিতে পারিলে
পীরিতি মিলয়ে তারে।।
দুই ঘুচাইয়া এক অঙ্গ হও
থাকিলে পীরিতি-আশ।
পীরিতি-সাধন বড়ই কঠিন
কহে দ্বিজ চণ্ডীদাস।।