পীরিতি পসার লইয়া বেভার
দেখি যে জগৎ ময়।
যত যে নাগরী কুলের কুমারী
কলঙ্কী আমারে কয়।
সখি না জানি কি হবে মোর ।
সে শ্যামনাগর গুণের সাগর
কেমনে বাসিব পর।।ধ্রু।।
সে গুণ স্মরিতে যাহা করে চিতে
তাহা বা বলিব কত।
গুরুজনা-কুলে ডুবাইয়া মূলে
তাহাতে হইব রত।।
থাকিলে এ দেশে মোরে দেখি হাসে
কহিতে না পারি কথা।
অযোগ্য লোকে যত বলে মোকে
সে আর দ্বিগুণ ব্যথা।।
কহে চণ্ডীদাস বাশুলীর আশ
যদি হয় এমন রীত।
যার সনে হয় পীরিতি করয়
কহিলে সে পরতীত।।