পীরিতি নগরে বসতি করিব
পীরিতে বাঁধিব ঘর।
পীরিতি পড়সী পীরিতি প্রেয়সী
অন্য সকলি পর।।
পীরিতি সোহাগে এ দেহ রাখিব
পীরিতি করিব বল।
পীরিতির কথা সদাই কহিব
পীরিতে গোঁয়াব কাল।।
পীরিতি-পালঙ্কে শয়ন করিব
পীরিতি-বালিশ মাথে।
পীরিতি-বালিসে আলিস করিব
রহিব পীরিতি সাথে।।
পীরিতি সায়রে সিনান করিব
পীরিতি জল যে খাব।
পীরিতি দুখের দুখিনী যে জন
পরাণ বাঁটিয়া দিব।।
পীরিতি বেশর নাসাতে পরিব
রহিব বন্ধুয়া সনে।
হৃদয়-পিঞ্জরে পীরিতি থুইব
দ্বিজ চণ্ডীদাস ভণে।।