পীরিতি করিয়া ভাঙ্গয়ে যে।
সাধন অঙ্গ না পায় সে।।
প্রেমের পীরিতি মাধুরীময়।
নন্দের নন্দন কতেক কয়।।
রাগ সাধনের এমনি রীত।
সে পথী জনার তেমতি চিত।।
সকল ছাড়িল যাহার তরে।
তাহারে ছাড়িতে সাধ যে করে।।
আদি চণ্ডীদাস চারি সে বুঝান।
মূঢ় উঠাইল জানিল মান।।
পীরিতি করিয়া ভাঙ্গয়ে যে।
সাধন অঙ্গ না পায় সে।।
প্রেমের পীরিতি মাধুরীময়।
নন্দের নন্দন কতেক কয়।।
রাগ সাধনের এমনি রীত।
সে পথী জনার তেমতি চিত।।
সকল ছাড়িল যাহার তরে।
তাহারে ছাড়িতে সাধ যে করে।।
আদি চণ্ডীদাস চারি সে বুঝান।
মূঢ় উঠাইল জানিল মান।।