পীরিতি উপরে পীরিতি বৈসয়ে
তাহার উপরে ভাব।
ভাবের উপরে ভাবের বসতি
তাহার উপরে লাভ।।
প্রেমের মাঝারে পুলকের স্থান
পুলক উপরে ধারা।
ধারার উপরে রসের স্থান
এ সুখ জানয়ে যারা।।
কলের উপরে ফুলের বসতি
তাহার উপরে গন্ধ।
গন্ধ উপরে এ তিন আখর
এ বড় বুঝিতে ধন্দ।।
ফুলের উপরে ফলের বসতি
তাহার উপরে ঢেউ।
ঢেউর উপর ঢেউর বসতি
এ কথা জানয়ে কেউ।।
দুয়ের উপরে দুয়ের বসতি
কেহ কেহ কিছু জানে।
তাহার উপরে পীরিতি বৈসয়ে
দ্বিজ চণ্ডীদাস ভণে।।