পীরিতি আনল ছুঁইলে মরণ
শুনহ কুলের বধূ।
আমার বচন না শুন এখন
জানিবে কেমন মধু।।
সই, ও বোল না বল মোকে।
পীরিতি আনলে পুড়িয়া মরিবে
জনম যাইবে দুখে।।
সদা ছট্ফট্ মুরলী বিকট
নটপটী তার বেশ।
আর বিষ খাইলে তখনি মরিয়ে
বিষে ত জীবন শেষ।।
নয়ানের কোণে চাহে যাহা পানে
সে ছাড়ে জীবন-আশ।
পরশ পাথরে ঠেকিয়া রহিলে
কহে বড়ু চণ্ডীদাস।।