পীন কঠিন কুচ কনক-কটোর।
বঙ্কিম নয়নে চিত হরলিয়ো মোর।।
পরিহর সুন্দরি দারুন মান।
আকুল ভ্রমরে করাহ মধুপান।।
এ ধনি সুন্দরি করে ধরি তোর।
হঠ ন করহ মহত রাখ মোর।।
পুন পুন কতএ বুঝায়ব বার বার।
মদন -বেদন হম সহই ন পার।।
ভনই বিদ্যাপতি তুহঁ সাব জান।
আসা ভঙ্গ দুখ মরন সমান।।