পিয় রস পেসল প্রথম সমাজে।
কত খন রাখব অখণ্ডিত লাজে।।
কহ গজগামিনি জত মন জাগে।
অপন নাগরিপন পিয় অনুরাগে।।
আচর চীর ধরই হসি হেরী।
নহি নহি বচন ভনব কতি বেরী।।
দুহু মন পুরল উভয় রতিরঙ্গে।
তইঅও সে ধনুগুণ ন ছাড় অনঙ্গে।।
ভনই বিদ্যাপতি এহু রস জানে।
নৃপ সিবসিংঘ লখিমা দেই রমানে।।