পিয়া পরবাস আস তুঅ পাসহি
তেঁ কি বোলহ জদি আন।
জে পতিপালক সে ভেল পাবক
ইথী কি বোলত আন।।
সাজনি অঘটন ঘটাবহ মোহি ।
পহিলহি আনি পানি পিয়তমে গহি
করে ধরি সোপলিহু তোহি।।
কুলটা ভএ জদি পেম বঢ়াইঅ
তেঁ জীবনে কী কাজ।
তিলা এক রঙ্গ রভস সুখ পাওব
রহত জনম ভরি লাজ।।
কুলকামিনি ভএ নিজ পিয় বিলসএ
অপথে কতহু নহি জাই।
কী মালতী মধুকর উপভোগএ
কিম্বা লতাহি সুখাই।।
বিদ্যাপতি কহ কুল রখলে রহ
দূতি বচনে নহি কাজ।
রাজা সিবসিংঘ রূপনরাএন
লখিমা দেবি সমাজ।।