পিয়া গেল মধুপুর হম কুলবালা।
বিপথে পরল জৈছে মালতিমালা।।
কি কহসি কি পুছসি সুন প্রিয় সজনি।
কৈসনে বঞ্চব ইহ দিন রজনী।।
নয়নক নিন্দ গেও বয়ানক হাস।।
সুখ গেও পিআ সঙ্গ দুখ হম পাস।।
ভনই বিদ্যাপতি সুন বরনারি।
সুজনক কুদিন দিবস দুই চারি।।
পিয়া গেল মধুপুর হম কুলবালা।
বিপথে পরল জৈছে মালতিমালা।।
কি কহসি কি পুছসি সুন প্রিয় সজনি।
কৈসনে বঞ্চব ইহ দিন রজনী।।
নয়নক নিন্দ গেও বয়ানক হাস।।
সুখ গেও পিআ সঙ্গ দুখ হম পাস।।
ভনই বিদ্যাপতি সুন বরনারি।
সুজনক কুদিন দিবস দুই চারি।।