“পিয়া গেল দূর দেশ হাম অভাগিনী।
শুনিতে না বাহিরায় এ পাপ-পরাণী।।
পরশি সোঙরি মোর সদা মন ঝুরে।
এমন গুণের নিধি লয়ে গেল পরে।।
কাহারে কহিব সই আনি দিবে মোরে।
রতন ছাড়িয়া গেল ফেলিয়া পাথারে।।
গরল আনিয়া দেহ জিহ্বার উপরে ।
ছাড়িব পরাণ মোর কি কাজ শরীরে।”
চণ্ডীদাস কহে –“কোন্ এমতি করিবে।
কানু সে পরাণ-নিধি আপনি মিলিবে।।”