পিয়ার পীরিতি লাগি যোগিনী হইনু।
তবু ত দারুণ চিতে সোয়াস্তি না পানু।।
কি হৈল কলঙ্ক-রব শুনি যথা তথা।
কেন বা পীরিতি কৈনু খানু আপন মাথা।।
না বল না বল সই সে কানুর গুণ।
হাতের কালি গালে দিল মাথে কালি চুণ।।
আর না করিব পাপ-পীরিতের লেহা।
পোড়া কড়ি সমান করিনু নিজ দেহা।।
বিধিরে কি দিব দোষ করম আপনা।
সুজনে করিনু প্রেম হইল কুজনা।।
চণ্ডীদাসে কহে তুমি না কর ভাবনা।
সুজনে সুজন মিলে কুজনে কুজনা।।