পিরীতের ছেল বুকে যার কলঙ্ক তার অলঙ্কার,
কুলমানের ভয় নাইরে তার।
পিরীতের নয় নিশানি সদায় থাকে উদাসিনী গো,
এ গো চেরা মলিন থাকে তার দিবানিশি বেকরার।।
ক্ষুধা নিদ্রা নাই তার মনে জল ধারা দুই নয়নে গো,
এ গো ছির ঘুরে প্রেম ধুন্ধে দিবানিশি ইন্তিজার।।
হাসি খুসী নাই তার মনে সদায় থাকে ঘোর নয়নে গো,
এ গো লাজ ভয় নাই তার কলঙ্ক তার অলঙ্কার।।
যার গলে পিরীতের ফাঁসী সে হয় সকলের দাসী গো,
এ গো লোকের নিন্দন পুষ্প চন্দন অলঙ্কার পইরাছে গায়।।
প্রথমকু পিরীতে মজা দ্বিতীয়ে পিরীতে সাজা গো,
এ গো তৃতীয়ে পিরীতে রাজা রঙ্গ খুশী বেসমার।।
শিতালং ফকিরে বলে প্রেমের মালা যার গলে গো,
এ গো তারা কেওরের কথা নাহি শুনে কেবল বন্ধু বন্ধু বন্ধু সার।।