পিরীতি লাগিয়া আমি সব তেয়াগিনু।
তবু ত শ্যামের সঙ্গে গোঙাতে নারিনু।।
বিধিরে কি দিব দোষ আপন করম।
কি ক্ষণে করিনু প্রেম না জানি মরম।।
ঘরে পরে চাতরে কুলটা বলি খ্যাতি।
কানু সঙ্গে প্রেম করি না পোহাল রাতি।।
চল চল আলো সই ওঝার বাড়ী যাই।
কালকূট বিষ আনি হাতে তুলি খাই।।
পিরীতি মরমে করি যেবা করে আশ।
পিরীতি লাগিয়া মরে দ্বিজ চণ্ডীদাস।।