পিরীতি বলিয়া এ তিন আখর
ভুবনে আনিল কে।
মধুর বলিয়া ছানিয়া খাইনু
তিতায় তিতিল দে।।
সই এ কথা কহিব কারে।
হিয়ার ভিতর বসতি করিয়া
কখন কি জানি করে।।
পিয়ার পিরীতি প্রথম আরতি
অতুল সুখের শেষ।
পুন নিদারুণ শমন সমানে
দয়ার নাহিক লেশ।।
কপট পিরীতি আরতি বাঢ়ালুঁ
মরণ অধিক কাজে।
লোক চরচায় কুলের খাঁখার
জগত ভরিল লাজে।।
হইতে হইতে অধিক হইল
সহিতে সহিতে মৈলুঁ।
কহিতে কহিতে তনু জরজর
বাউলী হইয়া গেলুঁ।।
এমতি পিরীতি না জানি এ রীতি
পরিণামে কিবা হয়।
পিরীতি পরম সুখ দুখময়
দ্বিজ চণ্ডীদাসে কয়।।