পিরীতি বলিয়া একটি কমল
রসের সাগর মাঝে।
প্রেম পরিমল লুবধ ভ্রমর
ধায়ল আপন কাজে।।
ভ্রমর জানয়ে কমলমাধুরী
তেঁই সে তাহার বশ।
রসিক জানয়ে রসের চাতুরী
আনে কহে অপযশ।।
সই এ কথা বুঝিবে কে।
যে জন জানয়ে সে যদি না কহে
কেমনে ধরিব দে।।
ধরম করম লোক চরচাতে
এ কথা বুঝিতে নারে।
এ তিন আখর যাহার মরমে
সেই সে বলিতে পারে।।
চণ্ডীদাস কহে শুন হে নাগরি
পিরীতি রসের সার।
পিরীতি রসের রসিক হইলে
কি ছার পরাণ তার।।