পিরীতি নগরে বসতি করিব
পিরীতে বাঁধিব ঘর।
পিরীতি দেখিয়া পড়সী করিব
তা বিনে সকলে পর।।
পিরীতি দ্বারের কবাট করিব
পিরীতে বাঁধিব চাল।
পিরীতে মজিয়া সদাই থাকিব
পিরীতে গোঙাব কাল।।
পিরীতি পালঙ্কে শয়ন করিব
পিরীতি সিথানে মাথে।
পিরীতি বালিসে আলিস ভাজিব
থাকিব পিরীতি সাথে।।
পিরীতি সরসে সিনান করিব
পিরীতি বসন লব।
পিরীতি ধরম পিরীতি করম
পিরীতে পরাণ দিব।।
পিরীতি নাসার বেশর করিব
দুলিবে নয়ন কোণে।
পিরীতি অঞ্জন লোচনে পরিব
দ্বিজ চণ্ডীদাসে ভণে।।