পিরীতি আদরে নাগরের কোরে
বসিঞা মনের সাধে।
ভুখিল চকোর নয়ন যুগল
পড়িল বদন-চান্দে।।
ধনী আউলাল্য আনন্দ ভরে।
ভাবে গদ গদ আধ আধ পদ
বচন কহিতে নারে।।
নয়নের জল করে ছল ছল
ঢাকিল আঁখির তারা।
অধনের ধন ও চান্দ-বদন
পাইঞা হইল হারা।।
মুরুছা খাইঞা ধরণী পড়িঞা
কান্দিঞা কান্দিঞা বলে।
অনেক সাধের পরাণ পুতলী
কে মোর হরিঞা নিলে।।
মনের আগুন উঠিল দ্বিগুণ
কহিব কাহার কাছে।
দীনবন্ধু বিনে এ তিন ভুবনে
কে মোর বেথিত আছে।।