পিরিতি বলিআ এ তিন আখর
আর না বলিও মুখে।
স্যামের সঙ্গে পিরিতি করিআ
জনম গোআইলাম দুখে।।
আমি তো অবলা কুলবতি বালা
দিন গেল তার সোকে ।
* * * * * *
* * * ।।
আগে না জানিআ পাছে না গুনিআ
পিরিতি মোনের সাদে।
মোনের ভরমে রতন হারাইলাম
বিধি লাগিল মরে বাদে।।
* * * জন বলে কুবচন
ঘরে মোন নহে বান্দে।
চণ্ডিদাসে কহে বিরহ-আকুল
ঠেকিআ কালিআর ফান্দে।।