পায়ে পড়ল হরি পায়ে পড়ল হরি
পায়ে পড়ল হরি তোর।
সব মিলি ঐছন বোলসি পুন পুন
কোই না বুঝিলি দুখ মোর।।
কাহে কহব দুখ মাই।
পায়ে পড়ল বলি কিয়ে হাম তৈখনে
অম্বরে ঊঠব যাই।।ধ্রু।।
আন-রমণি-রতি চিহ্ন বেকত তনু
সবহুঁ দেখলি পরতেখ।
কহ দেখি মনহিঁ বিচারি সবহু মিলি
কৈছন হোয়ত বিবেক।।
নিতি নিতি তাকর পর-ঘর যাওন
কত চিতে দেয়ব ক্ষেম।
চন্দ্রশেখর কহে কাহে তুহুঁ রোখসি
পরিহর তা সঞে প্রেম।।