পাসরিতে সরীর হোয়ে অবসান।
কহইত ন লয় অব বুঝহ অবধান।।
কহই ন পারিঅ সহন ন জায়।
বলহ সজনি অব কি করি উপায়।।
কোন বিহি নিরমিল ইহ পুন নেহ।।
কাহে কুলবতি করি গঢ়ল মোর দেহ।।
কাম করে ধরিয়া সে করায় বাহার।
রাখএ মন্দিরে এ কুল আচার।।
সহই ন পারিঅ চলই ন পারি।
ঘন ফিরি জৈসে পিঞ্জর মাহা সারি।।
এতহুঁ বিপদে কিয় জীবএ দেহ।
ভনই বিদ্যাপতি বিসম এ নেহ।।