“পাষাণ-নিশান তোমার পীরিতি
ইথে কি করহ আন।
তোমার বচন ছাড়িব কেমনে
এ নব নাগরী-প্রাণ।।
তুমি জলহরি আমার শফরী
তুমি চাঁদ মোরা সুধা।
তুমি তরুবর মোরা তাহে ফল
তাহাতে আছিয়ে বাঁধা।।
তুমি নব ঘন আমরা চাতক
শুষিব তাহার রসে।
তুমি বিধুবর আমরা চকোর
সুধার লালস-রসে।।
তুমি কায়া যদি আমরা ত্রিবলী
বেড়িয়া রহিব তাথে।
তুমি সে নয়ন মোরা কামঘন
বেড়িয়া রহিব নাথে।।
তুমি দিবাকর আমরা কিরণ
কভু না ছাড়িব তোরে।
তুমি চন্দ্র যদি আমরা সুধায়ে
রহিব আনন্দ হেরে।।
তুম জল নিধি দরিয়া অথাই
আমরা ইহার মীন।
তুমি যদি বট ষট্পদ হও
আমরা পাখাহ চিহ্ন।।
তুমি যদি হও মনমথ-দেবা
আমরা হইব কাম।”
এর রস-বিরহ ব্রজশিশু লাগি
দ্বিজ চণ্ডীদাস গান।