পাশরিতে চাহি তারে পাশরা না যায় গো।
না দেখি তাহার রূপ মনে কেন টানে গো।।
পথে চলি যাই যদি চাহি লোকপানে গো।
তার কথায় না রয় মন তারে কেন টানে গো।।
খাইতে যদি বসি তবে খাইতে না পারি গো।
কেশ পানে চাহিলে নয়ান কেন ঝোরে গো।।
বসন পারিয়া থাকি চাহি বসনপানে গো।
সমুখে তাহার রূপ সদা মনে ঝাপে গো।।
না জানি কি হৈল মোর কোথা আমি যাব গো।
না জানি তাহার সঙ্গ কোথা গেলে পাব গো।।
চণ্ডীদাস কহে মনে নিবারিয়া থাক গো।
সে জনা তোমার চিতে সদা লাগি আছে গো।।