পার কর চাঁদ গৌর আমায়–বেলা ডুবিল,
আমার হেলায় হেলায় অবহেলায় দিনতো বইয়ে গেল।
আছে ভব-নদীর পাড়ি-নিতাই চাঁদ কাণ্ডারী। কুলে বইসে বোধন করি
ও চাঁদ গাউর এইসেছে, ও চাঁদ গৌর হে কূলে বইসেছে।
আরও কুল-গৌরবিনী যারা কুলে থাকে তারা ও কুল ধুইয়া কি জল খাইবো ?
ও চাঁদ গৌর যদি পাই, ও চাঁদ গউর হে, কুলে দিয়ে ছাই-
ফকির লালন বলে–শ্রীচরণের দাসী হইব।