পাপ পরাণে কত সহিবেক জ্বালা।
শিশুকালে মরি গেলে হইত যে ভালা।।
জ্বালা জঞ্জাল সই তবে সে পরিহরি।
ছেদন করিয়া দেও পীরিতের ডূরি।।
তেমতি নহিলে যার এমতি ব্যাভার।
কলঙ্ক-কলসী লৈয়া ভাসিব পাথার।।
চণ্ডীদাস কহে এই বাশুলীকৃপায়।
পীরিতি লাগিয়া কেন ভাসিবে দরিয়ায়।।