পাগেলা ফকিরের সনে দিদার মাদার নাই।
সখি গো, মন-পবন কাষ্ঠের নাও কাণ্ডারী কানাই।।
নদী তো তরঙ্গ নদী সোত চলে ধারে।
অপুরা বিরিন্দাবন নদীয়ার কিনারে।।
আব হৈতে চলে নৌকা বাদ অইলে বন্ধ।
নায়ের মাঝে চৌদ্দ গুছা শুনতে লাগে ধন্ধ।।
বারো ডাল বিশ মাথা নাওয়ের মাঝে আছে।
বত্তিশ কাঙ্গুরা নাও গলইয়ে চেরাগ জ্বলে।।
শুনিয়া চমকিত হইলা রাধিকা সুন্দরী।
গহীন বনে আজু মোর কে বাজায় মুররী।।
মন-পবন কাষ্ঠের নাও সারি সারি গুড়া ;
পীর মুরশিদ ছওয়ারী নাও শূন্যে করে উড়া।।
সৈয়দ শা’নূরে কয় আল্লাকে ভাবিয়া।
মিছা গৈরব করো রে মন খাকের তনু লইয়া।।