পাগল কানাই বলে প্রেম বিচ্ছেদে প্রেমের জ্বালায় সখীরে আমার প্রাণও বাঁচে না।
আসি বলে গেল মথুরায় আরতো ফিরে আলো না আমার প্রাণে প্রবোধ মানে না।
আর কতকাল সব জ্বালা সখিরে, ঘরে আর রইতে পারি না।
অস্ত যদি চেকুণ কালা সখিরে যাইত এ ভাব যন্ত্রণা।
বন্ধুর সঙ্গে প্রেমরসে খেলিতাম প্রেমের খেলা আমি বলি এল না কালা।
আমি কার গলে ঝুলাব সখিরে এমন ফুলের মালা।
আরও শীত গেল বসন্ত আলো সখিরে মদন ত তসিলদার ভারী
সে মাসে মাসে ঋতুরাজা এসে করে ডিগ্রীজারি বল প্রেমের উপায় কি করি
আমার মনে বলে প্রাণ তেজিব সখিরে গলে দিবরে ছুরি।