পাঁচ পঞ্চগুণ, সিন্ধু বিন্দু তাহা
তিথি তথি হরণই কেল।
এতেক বচন বলি, মাধব গেয়ল
পুনতিষ্ঠতি নাহি ভেল।।
সখি সো যদি বিছুরল মোহে।
ব্রজপতি বন্ধু নন্দন নন্দন তা সুত হৃদয় মম দাহে।।
ব্যাস সুত যেই জন, তা সুত মণ্ডলী পরিহর গঙ্গজ বিন্দ।
জ্ঞানদাস কহে সো মঝু ভথিব, যদি নাহি আওয়ে গোবিন্দ।।