পহুক বচন ছল পাথর রেখ।
হৃদয় ধএল নহি হোএত বিসেখ।।
নাগর ভমর দূহূ এক রীতি।
রস লএ নিরসি করএ ফিরি তীতি।।
ও পহিলহি বোল তোহেহি পরান।
পথ পরিচয় নহি রাখ নিদান।।
জৌবন অবধি রাখ অনুবন্ধ।
আগিলা বিসয় অধিক পরবন্ধ।।
ও বৈসইত কত কর অবধান।
অতি সানন্দ ভএ কর মধুপান।।
উড়ইত ভর দে ন কর সম্ভাস।
আগিলা কুসুম অধিক অভিলাস।।
কি কহব মাই হে বুঝত অনেক।
নাগর ভমর দুঅও অবিবেক।।
ভনই বিদ্যাপতি সুন বরনারি।
পেমক রসে বস হোঅ মুরারি।।