পহুঁ মোর অদ্বৈত-মন্দির ছাড়ি চলে।
শিরে দিয়া দুটি হাথ কান্দে শান্তিপুর-নাথ
কিবা ছিল কিবা হৈল বলে।।ধ্রু।।
কৃপা করি মোর ঘরে অবধৌত বিশ্বম্ভরে
কত রূপে করিলা বিহার।
এবে সেই দুই ভাই কি দোষে ছড়িয়া যাই
শান্তিপুর করিয়া আন্ধার।।
অদ্বৈত-ঘরণী কান্দে কেশ-পাশ নাহি বান্ধে
প্রভু বলি ডাকে উচ্চ স্বরে।
নিত্যানন্দ করি সঙ্গে প্রেম-সংকীর্তন রঙ্গে
কে আর নাচিবে মোর ঘরে।।
শান্তিপুর-বাসী যত তারা কান্দে অবিরত
লোটাঞা লোটাঞা ভূমিতলে।
শচীনন্দন ভণ। শান্তিপুর হৈল যেন
পূরবে শুনিলুঁ সে গোকুলে ।।