পহিল সম্ভাষণ চির অনুরাগি।
মিলন দুহুঁ দুহুঁ গলে গল লাগি।
তহি প্রিয়-সঙ্গিনি পরম রসাল।
দুহুঁ গলে দেয়ল এ ফুলমাল।।
টুটব জনি দুহুঁ পড়লহি ধন্দ।
দৈব বঢ়ায়ল হৃদয় আনন্দ।।
সখিক বয়ান হেরি আনন্দ ভেলি।
দুহুঁ গলমাল দূতি গলে দেলি।।
রাখিল মরম-সোগাহিনী নাম।
পরমাদ পাই দূতি কয়ল পরণাম।।
ঐছন চিরদিন রহু অঙ্গে অঙ্গ।
রতিপতি জনি কভু না কর বিভঙ্গ
ঐছে প্রেম কভু না হয় বিচ্ছেদ।
গোবিন্দদাস কহু জাগয়ে খেদ।।