পহিল সমাগম রাধা কান।
অতি রসে নিমগন ভেল পাঁচবাণ।।
দুহুঁ মুখ দরশনে দুহুঁকো বিলোকনে
আনন্দ-নীর নিঝাঁপই রে।
আরতিয়ে পরশিতে কুচ-কনকাচল
গিরিবর-ধর-কর কাঁপই রে।।
দুহুঁ পরিরম্ভণে দুহুঁ তনু পুলকিত
অঙ্গহে অঙ্গ হিলাওই রে।
গদগদ ভাখে আলাপই লহু লহু
চুম্বনে নয়ন ঢুলাওই রে।।
দুহুঁ রসে ভাসি দুহুঁ অবলম্বই
রঙ্গ-তরঙ্গিত অঙ্গ দুহুঁ রে।
নব নাগরী সঞে নাগর-শেখর
ভুলল গোবিন্দদাস পহুঁ রে।।