পহিল বয়স মোর ন পূরল সাধে।
পরিহরি গেলা পিয়া কৌন অপরাধে।
হাম অবলা দুখ সহনে না যায়।
বিরহ দারুন দুজে মদন সহায়।।
কোকিল কলরবে মতি অতি ভোর।
কহ কহ সাজনি কোন গতি মোর।।
ঐসন সখিরি করম কিএ ভেল।
বিদ্যাপতি কহ হব পুন মেল।।
পহিল বয়স মোর ন পূরল সাধে।
পরিহরি গেলা পিয়া কৌন অপরাধে।
হাম অবলা দুখ সহনে না যায়।
বিরহ দারুন দুজে মদন সহায়।।
কোকিল কলরবে মতি অতি ভোর।
কহ কহ সাজনি কোন গতি মোর।।
ঐসন সখিরি করম কিএ ভেল।
বিদ্যাপতি কহ হব পুন মেল।।