পহিলে শুনিলুঁ অপরূপ ধ্বনি
কদম্বকানন হৈতে।
তার পর দিনে ভাটের বর্ণনে
শুনি চমকিত চিতে।।
আর এক দিন মোর প্রাণসখি
কহিলে যাহার নাম।
গুণিগণগানে শুনিলুঁ শ্রবণে
তাহার এ গুণগাম।।
সহজে অবলা তাহে কুলবালা
গুরুজনজ্বালা ঘরে।
এ হেন নাগরে আরতি বাঢ়য়ে
কেমনে পরাণ ধরে।।
ভাবিয়া চিন্তিয়া মনে দঢ়াইলুঁ
পরাণ রবার নয়।
করহ উপায় কৈছে মিলয়
এ দাস উদ্ধবে কয়।।