পহিলে প্যারী পদুমিনী ধরু
কঙ্কণে তালমান।
কৈছে নাচলি নাচহ এ ত
মুরলীতে নহে গান।।
বিনোদ ময়ূর পাখাটি লইয়া
শিরপরে নহে বাঁধা।
কদম্বতলায় ত্রিভঙ্গ হইয়া
পায়ে পায়ে নহে ছান্দা।।
পরের রমণী ঘাটে মাঠে পায়্যা
দান সাধা এত নহে।
কঙ্কণতালে ভাল মিলাইয়ে
নাচিতে পারিলে হয়ে।।
বয়ানে হাস মধুর ভাষ
বোলত সব সখি।
জ্ঞানদাস বলে কঙ্কণতালে
একবার নাচ দেখি।।