পহিলহি সরস পয়োধর কুম্ভ।
আরতি কত ন করএ পরিরম্ভ।।
অধর সুধারস দরসএ লোভ।
রাঙ্কক হাথ রতন নহি সোভ।।
সজনি কি কহব কহইত লাজ।
কাহ্নুক আইতি পলথহু আজ।।
নীবি সসরি কতএ দহু গেলি।
অপনাহু আঙ্গ অনাইতি ভেলি।।
করতলে তলে ধরিঅ কুচ গোএ
পললে তলিত ঝাপি নহি হোএ।।
ভনই বিদ্যাপতি ন কর সন্দেহ।
মধুতহ সুন্দরি মধুর সিনেহ।।