পহিলহি রাধা মাধব মেলি।
পরিচয় দুলহ দূরে রাহু কেলি।।
অনুনয় করইতে অবনত-বয়নী।
চকিত বিলোকি নখ লেখই ধরণী।।
অঞ্চল পরশিতে চঞ্চল কান।
রাই করল পদ আধ পয়ান।।
(রসলবলেশ দেখাওলি গোরী।
পাওল রতন পুন লেওলি চোরী।।)
বিদগধ মাধব অনুভব জানি।
রাইকো চরণে পসারল পাণি।।
হাসি দরশি মুখ ঝাঁপই গোই।
বাদরে শশী জনু বেকত না হোই।
করে কর করিতে উপজল প্রেম।
দারিদ ঘট ভরি পাওল হেম।।
নব অনুরাগ বাঢ়ল প্রতি-আশ।
জ্ঞানদাস কহে গুরুয়া পিয়াস।।